অন্যদের চেয়ে আপনার ব্যবসাকে এগিয়ে নিতে কিছু স্মার্ট এবং সহজ ফেসবুক মার্কেটিং আইডিয়া।

১. স্পেসিফিক অডিয়েন্স এবং এরিয়া টার্গেট করে এড ক্যাম্পেইন রান করুন।

২. শর্ট ভিডিও তৈরী করে পোস্ট করুন।

৩. প্রাণীদের ফটো দিন যারা মানুষের মতো আচরণ করে অথবা বাচ্চাদের ছবি পোস্ট করুন যারা বড়দের মতো আচরণ করে যা সহজেই মানুষকে দেখতে আকৃষ্ট করে।

৪. শুধুমাত্র আপনার বেস্ট কন্টেন্টগুলো প্রমোট করুন।

৫. বিভিন্ন উৎসব, প্রোগ্রামে সিম্পল কন্টেস্ট আয়োজন এর মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়।

৬. পুরাতন কাস্টমার অথবা ১/২টি প্রোডাক্ট এর অধিক কেনাকাটায় ডিসকাউন্ট অফার দিতে পারেন।

৭. আপনার বিজনেস অথবা কর্মীদের মজার মজার কাজের ছবি শেয়ার করুন।

৮. ফেসবুক ইমোজি ব্যবহার করুন।

৯. আপনার বিজনেসের প্রোডাক্ট কোয়ালিটি চেক, প্যাকেজিং, ডেলিভারী সিস্টেম এবং সমস্যাগুলো কিভাবে সমাধান করে থাকেন, সেসব গল্পের মতো করে শেয়ার করুন।

১০. না জানিয়েই সারপ্রাইজ গিফট পাঠিয়ে দিন। ভিডিও অথবা লিখিত বার্তা নিয়ে সেই স্টোরিটি শেয়ার করুন।

📍 ফেসবুক মার্কেটিং প্যাকেজ বিস্তারিত