ডেডিকেটেড ফেসবুক এড একাউন্ট

পেমেন্ট মেথড সহ বিজনেস এড একাউন্ট

প্রো এডমান ডিজিটাল আপনাদের ২০১৯ সাল থেকে ডেডিকেটেড এড একাউন্টের ব্যবস্থা করে আসছে। আপনি যদি নিজেই নিজের এড রান করতে চান, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পেমেন্ট মেথডসহ বিজনেস এড একাউন্ট নিয়ে আজই শুরু করতে পারেন আপনার ক্যাম্পেইন!

আমাদের পেমেন্ট মেথডসহ বিজনেস এড একাউন্টে সার্ভিসের জন্য নিন্মোক্ত শর্তাবলি প্রযোজ্য হবে

১. একটি বিজনেস এড একাউন্ট এর জন্য প্রসেসিং ফি হিসাবে অফেরতযোগ্য ৳১০০০ চার্জ প্রযোজ্য হবে। এড একাউন্টটি ফেসবুক এড ও কমিউনিটি পলিসি মেনে গ্রাহক প্রয়োজনমত আমাদের থেকে ডলার রিফিল করে ব্যবহার করতে পারবেন।

২. এড একাউন্টের জন্য কোনরূপ গ্যারান্টি দেয়া সম্ভব নয়। ফেসবুক পলিসি লংঘন করে এড চালালে এড একাউন্ট ডিজেবল হতে পারে, এমনকি কোনরূপ ভ্যালিড কারণ ছারাও এড একাউন্ট ডিজেবল হতে পারে। পরবর্তিতে রিভিউ আপীল করলে এড একাউন্ট আবার ঠিক হতে পারে।

৩. প্রতিবার মিনিমাম রিফিল পরিমান ১০০ ডলার।

৪.  প্রতিবার রিফিলের পূর্বে আপডেটেড রেট জানানো হবে।

৫. সকল প্রকার বিল অগ্রিম পরিশোধ সাপেক্ষে আমাদের সার্ভিসসমূহ প্রদান করা হবে।

৬. গ্রাহক কর্তৃক এড একাউন্টে মাসিক মিনিমাম ডলার স্পেন্ডিং ৫০০ ডলার হতে হবে।

৭. গ্রাহক একই ধরণের প্রোডাক্ট ক্যাটাগরির ২-৩ টি পেইজের এড রান করতে পারবেন, যা শুরুতে আমাদের দিয়ে চেক করে নিতে হবে এড পলিসি মেনে এড দেয়া যাবে কিনা।

৮. এড একাউন্ট ডিজেবল হলে রিফিলকৃত ডলার অবশিষ্ট থাকলে গ্রাহক অন্য এড একাউন্ট পুনরায় সংগ্রহ সাপেক্ষে সেই ডলার নতুন এড একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন অথবা ডলারের মূল্য রিফান্ড নিতে পারবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে সর্বোচ্চ ৪৮ ঘন্টা সময় প্রয়োজন হতে পারে।

৯. গ্রাহক যদি পরবর্তীতে কোন সময় আমাদের থেকে সার্ভিস না নিতে চান, সেক্ষেত্রে এড একাউন্ট হতে গ্রাহকের একসেস রিমুভ করে দেয়া হবে।

আমাদের কোনো শর্ত ভঙ্গ করলে সেক্ষেত্রে আমাদের যেকোনো সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গন্য হবে।

FAQ (অধিক জিজ্ঞাসিত প্রশ্ন)

আপনারা কি ডলার সেল করেন?
দুঃখিত! আমরা ডলার সেল করি না। আমাদের মাধ্যমে এড সার্ভিস নিলে আমরা আমাদের এক্সপার্টিস এবং স্কিল এ সমন্বয়ে আপনার এডটি সুন্দর ভাবে রান করতে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি। এড ক্রেডিটসহ আমরা আমাদের মাধ্যম থেকে আপনার জন্য পেমেন্ট করে দেই, যেন পেমেন্ট করতে আপনার কোন বেগ পোহাতে না হয়।
ফেসবুক এড কি?
আপনার ফেসবুক পেজের পোস্ট র‍্যান্ডমলি প্রমোট করার জন্য পোস্ট বুস্ট করা যাবে। তবে সেক্ষেত্রে টার্গেট অডিয়েন্সের বিহেভিয়ার ড্যাটা কালেক্ট করা কিংবা ইন্সাইট সঠিকভাবে বের করা সম্ভব নয়।
ফেসবুক এড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট কি?
সোশ্যাল মিডিয়া কনটেন্ট গুলোকে সঠিক অডিয়েন্সের কাছে সঠিক ভাবে পৌঁছে দেয়ার মাধ্যমে লিড জেনারেট করা, ড্যাটা কালেক্ট করা এবং পরবর্তীতে রিটার্গেট এড চালানোর জন্য সঠিকভাবে ফেসবুক এড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট খুবই জরুরি।
ফেসবুক পেজ অপ্টিমাইজেশন কি?
ফেসবুক পেইজ অপ্টিমাইজেশন বলতে পেইজের সকল প্রয়োজনীয় তথ্য, পেইজ সেটাপ সঠিকভাবে পাবলিশ করা বোঝায়। সঠিক অপ্টিমাইজেশন পেইজের ভিসিবিলিটি বাড়িয়ে তোলে। পেইজের প্রোফাইল ফটো, কাভার ফটো, লোগো, ম্যাসেঞ্জার অটোরিপ্লাই, লোকেশন, ওয়েবসাইট, কাস্টোম নাম/ URL, পেইজের বর্ণনা, লিঙ্কড অ্যাকাউন্ট ইত্যাদি সঠিক আছে কি না তা সুনিশ্চিত করা পেইজ অপ্টিমাইজেশনের ভিতর পরে। আপনার পেইজে শপ অপশন তৈরি করে প্রোডাক্ট বা সার্ভিস সঠিকভাবে তুলে ধরুন। আপনার পেইজে নিয়মিত পোস্ট দিন ও আপনার পেইজের ফলোয়ারদের সাথে এঙ্গেইজমেন্ট তৈরি করুন। আপনার পেইজ যত অপ্টিমাইজড হবে আপনার পেইজে রিচ তত ভাল হবে ও আপনার পেইজের এড তত ভাল পারফর্ম করবে।
ফেসবুক পেজের লোগো বা কাভার কিভাবে বানাবো?
ফেসবুক পেইজে প্রফেশনাল লোগো না থাকলে আপনার ফার্স্ট ইম্প্রেশন এর দুর্দান্ত সুযোগটি হাতছাড়া হয়। লোগো আপনার পেইজের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার পোস্টের ছবির এক কোণায় লোগো ব্যবহার করতে পারেন। আমরা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে মিল রেখে আপনার জন্য লোগো ডিজাইন করে থাকি।
সঠিকভাবে পোস্ট এর জন্য এড দিতে হলে করতে কি কি হবে?
সঠিকভাবে ফেসবুক পোস্ট এর এড দেয়ার জন্য আপনাকে ফেসবুকের এড পলিসি ও কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। পোস্টে আপনার প্রোডাক্টের ব্যপারে স্বচ্ছ ও সৎ থাকতে হবে। তাছাড়া সঠিক অডিয়েন্স, লোকেশন, প্লেসমেন্ট, বয়স এবং ডিটেইল টার্গেটিং (Interest, Demography & Behavior) নির্বাচন বুস্টের ফলাফল আনতে অন্যতম সহায়ক। এড এর ধরণ অনুযায়ী অবজেক্টিভ, রিটার্গেটিং, স্প্লিট টেস্টিং, A/B টেস্টিং, পিক্সেল ইত্যাদি টুল ব্যবহার এর মাধ্যমে বুস্টকে করা যায় আরো ফলপ্রসূ।
প্রোডাক্টের ইমেজ ডিজাইন কি জরুরি?
জি অবশ্যই, বর্তমান কন্টেন্ট ড্রিভেন স্যোশাল মিডিয়া মার্কেটিং এ প্রোডাক্টের ইমেজ ডিজাইন খুবই জরুরি। আপনার প্রোডাক্ট গ্রাহক পছন্দ করবে কি না তা অনেকাংশে নির্ভর করে আপনার প্রোডাক্টের ইমেজের উপর। আপনার এড এর ইমেজ যত আকর্ষণীয় হবে গ্রাহকের দৃষ্টি আকর্ষনের সম্ভাবনা তত বেশি হবে। ফেসবুক কন্টেন্টের কোয়ালিটির উপর নির্ভর করে ক্যাম্পেইনকে র‍্যাঙ্কিং করে থাকে। র‍্যাঙ্কিং এ যেসব ক্যাম্পেইন উপরের দিকে থাকে সেগুলো তত ভাল পারফর্ম করে থাকে।
প্রোডাক্ট প্রেজেন্টেশন কিভাবে করলে ভালো হয়?
আপনার প্রোডাক্ট গ্রাহকদের কিভাবে উপকার করবে তা স্পষ্টভাবে উল্লেখ করুন। ক্যাপশনে সংক্ষেপে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলুন। ছবিতে স্পষ্টভাবে আপনার প্রোডাক্ট তুলে ধরুন। ছবির ক্ষেত্রে অবশ্যই ফেসবুকের রিকমেন্ডেড রেজুলেশন ও এস্পেক্ট রেশিও মেনে চলুন। এড পলিসি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে কন্টেন্ট তৈরি করুন। ক্যাপশনে অফার, প্রোডাক্ট বা সার্ভিস এর ফিচার ইত্যাদি উল্লেখ করুন এবং ইউনিকোড ইমোজির অতিরিক্ত ব্যাবহার বর্জন করুন। ডাউনলোড করা ইমেজ ব্যাবহার না করে প্রোডাক্ট ফটোগ্রাফিতে সময় দিন এবং যথেষ্ট আলোর উপস্থিতি নিশ্চিত করুন যেনো অরিজিনাল কালার গ্রেডিং ফুটে উঠে। ছবিতে ওয়াটারমার্ক ব্যাবহার করতে পারেন তবে আধিক্য না রাখাই ভালো। এ্যলবাম বুস্টিং এর সময় একটি পোস্টে ১০ টির বেশি ছবি না রাখাই ভালো।

ফেসবুকের রিকমেন্ডেড এস্পেক্ট রেশিও জানতে ফেসবুকের ডোকুমেন্টেশন ভিজিট করুন!

ফেসবুকের জন্য কনটেন্ট প্ল্যানিং কিভাবে করবো?
ফেসবুকে পেইজ তৈরির পর আপনি পেইজের জন্য প্রোফাইল ফটো, কাভার ফটো ও লোগো ডিজাইন করাতে পারেন। আপনাকে পেইজটিতে যতটুকু সম্ভব অর্গানিক লাইক ও ফলোয়ার বাড়াতে হবে। এরপর লাইক বাড়ানোর জন্য পেইড প্রোমোশন করাতে পারেন। আপনার পেইজের লাইকের সংখ্যা বেশি হলে তা বিশ্বাসযোগ্যতা অর্জন করবে।

আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যপারে ছবি বা ভিডিও ডিজাইন করে আকর্ষনীয়ভাবে উপস্থাপন করতে পারেন। এঙ্গেইজমেন্ট গোলে আপনার পোস্ট বুস্ট করে পোস্টের লাইক, কমেন্ট ও শেয়ার বাড়িয়ে নিতে পারেন। এরপর একই পোস্ট ম্যাসেজ গোলে বুস্ট করাতে পারেন। এতে আপনার পোস্টে এঙ্গেইজমেন্ট ও ম্যাসেজ কনভার্সেশন দুটিই বাড়বে। এড ইনসাইট সেকশন এর সাহায্য নিয়ে পিক টাইম এ পোস্ট করা, রেসপন্স সময় দ্রুত করা, এনগেইজমেন্ট বাড়ানো, গ্রুপ খুলে এবং রেগুলার পোস্ট করার মাধ্যমে অডিয়েন্সদের এঙ্গেইজ রাখা ইত্যাদি কন্টেন্ট প্লানিং এর অন্যতম অংশ হতে পারে। কন্টেন্ট ক্যালেন্ডার হিসেবে বেশ কিছু ফ্রি টুল ব্যাবহার করে তৈরি করে ফেলতে পারেন আপনার পেইজের সাপ্তাহিক অথবা মাসিক কন্টেন্ট প্লানিং।

আমাদের গুগল রিভিউ

    Very Good Agency

    Md Islam Avatar Md Islam
    3 April, 2023

    It's a reliable Digital Marketing Agency. Promise the best service for their clients.

    Takey Tahmid Avatar Takey Tahmid
    10 March, 2023

    They are good Facebook Advertising

    Solayman Rumon Avatar Solayman Rumon
    10 February, 2023

আমাদের ফেসবুক রিভিউ

    Really happy with the service they provide. Very prompt service. I would recommend business owners to experience the service they provide.

    Badrun Nahar Avatar Badrun Nahar
    8 March, 2023

    They are very professional, I have been working with them for a long time. They are very helpful and treat customers very well.🖤

    Tawhid Khan Avatar Tawhid Khan
    14 January, 2023

আরো জানতে ফ্রি কল ব্যাক রিকোয়েস্ট করুন

আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে