ডেডিকেটেড ফেসবুক এড একাউন্ট
পেমেন্ট মেথড সহ বিজনেস এড একাউন্ট
প্রো এডমান ডিজিটাল আপনাদের ২০১৯ সাল থেকে ডেডিকেটেড এড একাউন্টের ব্যবস্থা করে আসছে। আপনি যদি নিজেই নিজের এড রান করতে চান, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পেমেন্ট মেথডসহ বিজনেস এড একাউন্ট নিয়ে আজই শুরু করতে পারেন আপনার ক্যাম্পেইন!
আমাদের পেমেন্ট মেথডসহ বিজনেস এড একাউন্টে সার্ভিসের জন্য নিন্মোক্ত শর্তাবলি প্রযোজ্য হবে
১. একটি বিজনেস এড একাউন্ট এর জন্য প্রসেসিং ফি হিসাবে অফেরতযোগ্য ৳১০০০ চার্জ প্রযোজ্য হবে। এড একাউন্টটি ফেসবুক এড ও কমিউনিটি পলিসি মেনে গ্রাহক প্রয়োজনমত আমাদের থেকে ডলার রিফিল করে ব্যবহার করতে পারবেন।
২. এড একাউন্টের জন্য কোনরূপ গ্যারান্টি দেয়া সম্ভব নয়। ফেসবুক পলিসি লংঘন করে এড চালালে এড একাউন্ট ডিজেবল হতে পারে, এমনকি কোনরূপ ভ্যালিড কারণ ছারাও এড একাউন্ট ডিজেবল হতে পারে। পরবর্তিতে রিভিউ আপীল করলে এড একাউন্ট আবার ঠিক হতে পারে।
৩. প্রতিবার মিনিমাম রিফিল পরিমান ১০০ ডলার।
৪. প্রতিবার রিফিলের পূর্বে আপডেটেড রেট জানানো হবে।
৫. সকল প্রকার বিল অগ্রিম পরিশোধ সাপেক্ষে আমাদের সার্ভিসসমূহ প্রদান করা হবে।
৭. গ্রাহক একই ধরণের প্রোডাক্ট ক্যাটাগরির ২-৩ টি পেইজের এড রান করতে পারবেন, যা শুরুতে আমাদের দিয়ে চেক করে নিতে হবে এড পলিসি মেনে এড দেয়া যাবে কিনা।
৮. এড একাউন্ট ডিজেবল হলে রিফিলকৃত ডলার অবশিষ্ট থাকলে গ্রাহক অন্য এড একাউন্ট পুনরায় সংগ্রহ সাপেক্ষে সেই ডলার নতুন এড একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন অথবা ডলারের মূল্য রিফান্ড নিতে পারবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে সর্বোচ্চ ৪৮ ঘন্টা সময় প্রয়োজন হতে পারে।
৯. গ্রাহক যদি পরবর্তীতে কোন সময় আমাদের থেকে সার্ভিস না নিতে চান, সেক্ষেত্রে এড একাউন্ট হতে গ্রাহকের একসেস রিমুভ করে দেয়া হবে।
আমাদের কোনো শর্ত ভঙ্গ করলে সেক্ষেত্রে আমাদের যেকোনো সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গন্য হবে।
FAQ (অধিক জিজ্ঞাসিত প্রশ্ন)
আপনারা কি ডলার সেল করেন?
ফেসবুক এড কি?
ফেসবুক এড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট কি?
ফেসবুক পেজ অপ্টিমাইজেশন কি?
ফেসবুক পেজের লোগো বা কাভার কিভাবে বানাবো?
সঠিকভাবে পোস্ট এর জন্য এড দিতে হলে করতে কি কি হবে?
প্রোডাক্টের ইমেজ ডিজাইন কি জরুরি?
প্রোডাক্ট প্রেজেন্টেশন কিভাবে করলে ভালো হয়?
ফেসবুকের রিকমেন্ডেড এস্পেক্ট রেশিও জানতে ফেসবুকের ডোকুমেন্টেশন ভিজিট করুন!
ফেসবুকের জন্য কনটেন্ট প্ল্যানিং কিভাবে করবো?
আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যপারে ছবি বা ভিডিও ডিজাইন করে আকর্ষনীয়ভাবে উপস্থাপন করতে পারেন। এঙ্গেইজমেন্ট গোলে আপনার পোস্ট বুস্ট করে পোস্টের লাইক, কমেন্ট ও শেয়ার বাড়িয়ে নিতে পারেন। এরপর একই পোস্ট ম্যাসেজ গোলে বুস্ট করাতে পারেন। এতে আপনার পোস্টে এঙ্গেইজমেন্ট ও ম্যাসেজ কনভার্সেশন দুটিই বাড়বে। এড ইনসাইট সেকশন এর সাহায্য নিয়ে পিক টাইম এ পোস্ট করা, রেসপন্স সময় দ্রুত করা, এনগেইজমেন্ট বাড়ানো, গ্রুপ খুলে এবং রেগুলার পোস্ট করার মাধ্যমে অডিয়েন্সদের এঙ্গেইজ রাখা ইত্যাদি কন্টেন্ট প্লানিং এর অন্যতম অংশ হতে পারে। কন্টেন্ট ক্যালেন্ডার হিসেবে বেশ কিছু ফ্রি টুল ব্যাবহার করে তৈরি করে ফেলতে পারেন আপনার পেইজের সাপ্তাহিক অথবা মাসিক কন্টেন্ট প্লানিং।

আমাদের গুগল রিভিউ
আমাদের ফেসবুক রিভিউ
আরো জানতে ফ্রি কল ব্যাক রিকোয়েস্ট করুন
আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে
