ফেসবুক এড ম্যানেজমেন্ট
প্রো এডমান ডিজিটাল আপনাদের জন্য নিয়ে এলো প্রিমিয়াম ফেসবুক এড ম্যানেজমেন্ট। আমাদের স্পেশাল এড অপারেশন্স টিমের কোন একজন এক্সপার্ট আপনার এডের জন্য অডিয়েন্স টার্গেটিং থেকে পাবলিশিং এমনকি অপ্টিমাইজেশন পর্যন্ত করে দেবেন। আপনার এডের A-B টেস্টিং করা এবং এর ফলাফলের ভিত্তিতে উইনিং ক্যাম্পেইন খুঁজে বের করতেও এখন আর আপনাকে ভাবতে হবে না। আপনি মার্কেটিং এর কিছু না বুঝলেও কাস্টমার পেতে আমাদের প্রিমিয়াম এড টিমের একজন “কী এ্যাকাউন্ট ম্যানেজার” থাকবে সাপোর্ট এ।
তাই আপনি ফোকাস করুন আপনার বিজনেস এবং তার আফটার সেলস সাপোর্টে!
FAQ (অধিক জিজ্ঞাসিত প্রশ্ন)
আপনারা কি ডলার সেল করেন?
দুঃখিত! আমরা ডলার সেল করি না। আমাদের মাধ্যমে এড সার্ভিস নিলে আমরা আমাদের এক্সপার্টিস এবং স্কিল এ সমন্বয়ে আপনার এডটি সুন্দর ভাবে রান করতে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি। এড ক্রেডিটসহ আমরা আমাদের মাধ্যম থেকে আপনার জন্য পেমেন্ট করে দেই, যেন পেমেন্ট করতে আপনার কোন বেগ পোহাতে না হয়।
ফেসবুক এড কি?
ফেসবুক এড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট কি?
সোশ্যাল মিডিয়া কনটেন্ট গুলোকে সঠিক অডিয়েন্সের কাছে সঠিক ভাবে পৌঁছে দেয়ার মাধ্যমে লিড জেনারেট করা, ড্যাটা কালেক্ট করা এবং পরবর্তীতে রিটার্গেট এড চালানোর জন্য সঠিকভাবে ফেসবুক এড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট খুবই জরুরি।
ফেসবুক পেজ অপ্টিমাইজেশন কি?
ফেসবুক পেইজ অপ্টিমাইজেশন বলতে পেইজের সকল প্রয়োজনীয় তথ্য, পেইজ সেটাপ সঠিকভাবে পাবলিশ করা বোঝায়। সঠিক অপ্টিমাইজেশন পেইজের ভিসিবিলিটি বাড়িয়ে তোলে। পেইজের প্রোফাইল ফটো, কাভার ফটো, লোগো, ম্যাসেঞ্জার অটোরিপ্লাই, লোকেশন, ওয়েবসাইট, কাস্টোম নাম/ URL, পেইজের বর্ণনা, লিঙ্কড অ্যাকাউন্ট ইত্যাদি সঠিক আছে কি না তা সুনিশ্চিত করা পেইজ অপ্টিমাইজেশনের ভিতর পরে। আপনার পেইজে শপ অপশন তৈরি করে প্রোডাক্ট বা সার্ভিস সঠিকভাবে তুলে ধরুন। আপনার পেইজে নিয়মিত পোস্ট দিন ও আপনার পেইজের ফলোয়ারদের সাথে এঙ্গেইজমেন্ট তৈরি করুন। আপনার পেইজ যত অপ্টিমাইজড হবে আপনার পেইজে রিচ তত ভাল হবে ও আপনার পেইজের এড তত ভাল পারফর্ম করবে।
ফেসবুক পেজের লোগো বা কাভার কিভাবে বানাবো?
ফেসবুক পেইজে প্রফেশনাল লোগো না থাকলে আপনার ফার্স্ট ইম্প্রেশন এর দুর্দান্ত সুযোগটি হাতছাড়া হয়। লোগো আপনার পেইজের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার পোস্টের ছবির এক কোণায় লোগো ব্যবহার করতে পারেন। আমরা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে মিল রেখে আপনার জন্য লোগো ডিজাইন করে থাকি।
সঠিকভাবে পোস্ট এর জন্য এড দিতে হলে করতে কি কি হবে?
প্রোডাক্টের ইমেজ ডিজাইন কি জরুরি?
প্রোডাক্ট প্রেজেন্টেশন কিভাবে করলে ভালো হয়?
আপনার প্রোডাক্ট গ্রাহকদের কিভাবে উপকার করবে তা স্পষ্টভাবে উল্লেখ করুন। ক্যাপশনে সংক্ষেপে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলুন। ছবিতে স্পষ্টভাবে আপনার প্রোডাক্ট তুলে ধরুন। ছবির ক্ষেত্রে অবশ্যই ফেসবুকের রিকমেন্ডেড রেজুলেশন ও এস্পেক্ট রেশিও মেনে চলুন। এড পলিসি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে কন্টেন্ট তৈরি করুন। ক্যাপশনে অফার, প্রোডাক্ট বা সার্ভিস এর ফিচার ইত্যাদি উল্লেখ করুন এবং ইউনিকোড ইমোজির অতিরিক্ত ব্যাবহার বর্জন করুন। ডাউনলোড করা ইমেজ ব্যাবহার না করে প্রোডাক্ট ফটোগ্রাফিতে সময় দিন এবং যথেষ্ট আলোর উপস্থিতি নিশ্চিত করুন যেনো অরিজিনাল কালার গ্রেডিং ফুটে উঠে। ছবিতে ওয়াটারমার্ক ব্যাবহার করতে পারেন তবে আধিক্য না রাখাই ভালো। এ্যলবাম বুস্টিং এর সময় একটি পোস্টে ১০ টির বেশি ছবি না রাখাই ভালো।
ফেসবুকের রিকমেন্ডেড এস্পেক্ট রেশিও জানতে ফেসবুকের ডোকুমেন্টেশন ভিজিট করুন!
ফেসবুকের জন্য কনটেন্ট প্ল্যানিং কিভাবে করবো?
আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যপারে ছবি বা ভিডিও ডিজাইন করে আকর্ষনীয়ভাবে উপস্থাপন করতে পারেন। এঙ্গেইজমেন্ট গোলে আপনার পোস্ট বুস্ট করে পোস্টের লাইক, কমেন্ট ও শেয়ার বাড়িয়ে নিতে পারেন। এরপর একই পোস্ট ম্যাসেজ গোলে বুস্ট করাতে পারেন। এতে আপনার পোস্টে এঙ্গেইজমেন্ট ও ম্যাসেজ কনভার্সেশন দুটিই বাড়বে। এড ইনসাইট সেকশন এর সাহায্য নিয়ে পিক টাইম এ পোস্ট করা, রেসপন্স সময় দ্রুত করা, এনগেইজমেন্ট বাড়ানো, গ্রুপ খুলে এবং রেগুলার পোস্ট করার মাধ্যমে অডিয়েন্সদের এঙ্গেইজ রাখা ইত্যাদি কন্টেন্ট প্লানিং এর অন্যতম অংশ হতে পারে। কন্টেন্ট ক্যালেন্ডার হিসেবে বেশ কিছু ফ্রি টুল ব্যাবহার করে তৈরি করে ফেলতে পারেন আপনার পেইজের সাপ্তাহিক অথবা মাসিক কন্টেন্ট প্লানিং।

আমাদের গুগল রিভিউ
আমাদের ফেসবুক রিভিউ
আরো জানতে ফ্রি কল ব্যাক রিকোয়েস্ট করুন
আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে
