Home » Consultation
আমাদের দেশের অর্থনীতির প্রাণ হলো ক্ষুদ্র ও মাঝারি বিজনেস। তাদের মাধ্যমে আমরা যেমন ইনোভেটিভ আইডিয়া পাই তেমনি তারা অনেক এম্পলয়মেন্টের সুযোগ তৈরী করে এবং সমাজের বিভিন্ন কমিউনিটিকে কাছাকাছি আনে। অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি বিজনেসের পথচলা কিন্তু খুব একটা সহজ না—লিমিটেড রিসোর্স, অনেক বেশি কম্পিটিশন, আর পরিবর্তনশীল মার্কেটের সাথে এডাপ্ট করে টিকে থাকার চ্যালেঞ্জ সবসময়ই থাকে। এই চ্যালেঞ্জগুলো শুধু বিজনেসকেই প্রভাবিত করেনা, বরং বিজনেসের সাথে জড়িত পরিবার ও কমিউনিটিকেও বিভিন্নভাবে প্রভাবিত করে। আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ও মাঝারি বিজনেস সমৃদ্ধ হলে, দেশও সমৃদ্ধ হবে।
সাম্প্রতিক গণঅভ্যুত্থানে একটা স্বাধীন বাংলাদেশের পুনর্জন্ম হল; এখন সময় দেশ সংস্কার ও পূনর্গঠনে সবাই এগিয়ে আসার। দেশ পূনর্গঠনের অনুপ্রেরণায় ProAdman Digital যেসব ক্ষুদ্র ও মাঝারি বিজনেস চ্যালেঞ্জের সম্মুখীন তাদের জন্য ফ্রি বিজনেস কনসালটেন্সি দিচ্ছে, যাতে সেসব বিজনেস চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতার দিকে টেকসইভাবে এগিয়ে যেতে পারে এবং সমাজে একটা পজিটিভ চেঞ্জ আনতে পারে। আমরা আপনার বিজনেসের সমৃদ্ধিতে এগিয়ে এসেছি, কারণ বিজনেসের সমৃদ্ধি আপনাকে বেশি এম্পলয়মেন্ট এর সুযোগ তৈরী করার ও কমিউনিটিতে বেশি অবদান রাখার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নতিতে আপনার অংশগ্রহণও বৃদ্ধি করবে।
আসুন একসাথে মিলে একটা নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
নিচের তথ্য গুলো দিয়ে আপনার ক্ষুদ্র বা মাঝারী বিজনেসের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনিও পেতে পারেন ProAdman Digital -এর ফ্রী বিজনেস কনসাল্টেন্সি।