Sales Funnel

About Us

২০১৬ সাল থেকে বিভিন্ন সেক্টরের ৮০০০+ উদ্যোক্তাদের সফলতার সাথে ব্র্যান্ডিং ও মার্কেটিং সাপোর্ট দিয়ে আসছে প্রোএডম্যান ডিজিটাল।

সেলস ফানেল কেন প্রয়োজন?

সেলস ফানেল ডাটা- ড্রিভেন মার্কেটিং এর একটি অংশ,সেলস ফানেলে ব্যবহারের মাধ্যমে কাস্টমার জার্নি ম্যাপ পুরোপুরি ভিজুয়ালাইজ করা যায়, এছাড়া সেলস ফানেল ব্যবহার করে ক্যাম্পেইন চালানো হলে প্রতিটা স্টেজ এর কাস্টমারদের মনোভাব ও পেইন পয়েন্ট ক্লিয়ার থাকে, যার ফলে কাস্টমারকে সহজেই টার্গেট করা যায় এবং সেলস ফানেল ব্যবহার করে কাস্টমারকে পরবর্তী স্টেজে জার্নি করানো যায় যা একটি ক্যাম্পেইনের সাকসেস ও ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ইফেক্টিভ। 

সম্পূর্ণ ফ্রীতে একটি ‘’সেলস ফানেল’’ নিয়ে নির্ধারণ করে নিন আপনার বিজনেসের সেলস ও মার্কেটিংয়ের ভবিষ্যৎ গতিপথ

আমরা যেভাবে কাজ করে থাকি:

আমরা একটি বিজনেসের জন্য সেলস ফানেল ডিজাইন করার জন্য ডাটা-ড্রিভেন এপ্রোচ ফলো করে থাকি এরই প্রেক্ষিতে আমাদের এক্সপার্ট স্ট্র্যাটেজিক প্ল্যানার টিম একটি বিজনেসের নীতি-নির্ধারকদের সাথে মিটিং করে তাঁদের বিজনেস সম্পর্কে জানার চেষ্টা করে থাকে। তাদের ভিশন, মিশন জেনে নেয়ার পাশাপাশি তাদের একটি গুগুল ডক ফাইল দেওয়া হয় যেখানে ৫০+ প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উদ্দেশ্য থাকে একটি বিজনেস সম্পর্কে সকল বিষয় জেনে নেয়া। সেখানে মার্কেটিং, প্রোডাক্ট, কম্পিটিটর থেকে শুরু করে ওয়েবসাইট ও ইন্ডাস্ট্রি ট্রেন্ড নিয়েও প্রশ্ন রাখা হয়েছে। 

এই প্রসেস গুলো ফলো করার সময় আমাদের লক্ষ্য থাকে একজন উদ্যোক্তা যেন সেলস ফানেল ব্যবহার ও সঠিক গাইডলাইন পেয়ে তার বিজনেসকে কাঙ্খিত লক্ষ্যে নিতে পারে।

সেলস ফানেল নিয়ে বিস্তারিত কথা বলতে আর দেরি না করে আমাদের এক্সপার্ট টিমের সাথে এখনই একটি মিটিং বুক করুন।

Trusted by